Ask Yourself.
——————————-
- তুমি কি একটু বড় বড় আর ফাকা ফাকা করে লিখ?
 - তোমার হাতের লিখা স্পষ্ট? বোঝা যায়?
 - তুমি কি quotation দাও? ইনভার্টেড কমা ইউজ করো?
 - বানান ঠিক থাকে? রাইটারের নাম ওলটপালট হয়নিত?
 - গ্রামারের কি খবর? একটু ফ্রি-হ্যান্ড লিখেছ?
 - কত পেজ লিখ? কম হয়ে গেল নাতো?
 - যা চেয়েছে তাই লিখছ, নাকি বাড়তি লিখছ?
 - লিখার সিকুয়েন্স-কহিরেন্স ঠিক ছিল?
 - সব প্রশ্নের উত্তর দিয়েছত? নাকি ২/১ টা কমন আসেনি বলে লিখনি?
 - টাইম ম্যানেজ করে লিখতে পেরেছ? মার্কস প্রতি ৩ মিনিট টাইম?
 - অহেতুক অতিরিক্ত খাতা নাওনিত ?
 - পরিক্ষার শেষ ১০ মিনিট রিভিশান দিয়েছ??
 - রোল, রেজিঃ, অতিরিক্ত খাতার নাম্বার ঠিক আছে তো ?
 
—————————————————————
…ইফ ইয়েস, তাহলে খারাপ রেজাল্ট হওয়ার কথা না।
যদি ভুল হয়ে যায়, তবে নেক্সটে এই জিনিস গুলোর প্রতি খেয়াল রেখো।
Ask Yourself.
   CSP