English Department-এর স্টুডেন্টদের কিছু ভুল-ভ্রান্তি

English Department-এর স্টুডেন্টদের কিছু ভুল-ভ্রান্তি

———————————————————————-

  • রাইটার ও রাইটিং এর নাম লিখতে গিয়ে ক্যাপিটালাইজ না করা
  • রাইটার ও রাইটিং এর নামের বানান ভুল করা
  • রিডিং + রাইটিং স্কিল এ ফার্স্ট ইয়েয়ারে গুরুত্ব না দেয়া
  • কোটেশান এর আগে ও পরে কোটেশান মার্ক “—” ইউজ না করা
  • কোটেশান ইউজ না করা
  • খাতায় উত্তর লেখার সময় প্রতিটা প্যারার প্রথম লাইনে ভুল করা
  • অনেক বেশি, অথচ ভুল-ভাল লিখে বেশি মার্কস আশা করা
  • ফ্রি- হ্যান্ড লেখার প্র্যাকটিস না করা
  • হ্যান্ড নোট না করে পড়া
  • বেশি বেশি ওয়ার্ড মুখস্ত না করা
  • গ্রামাটিক্যাল কারেকশান এর নিয়ম গুলো না জানা
  • নিজের ভুল, নিজে ধরতে না পারা… কোন মেনটর না রাখা
  • পড়াশুনায় সময় না দিয়ে ডেপারট্মেন্টের ইভেন্ট গুলতে বেশি সময় দেয়া।
  • ফার্স্ট ইয়ারে পড়াশুনায় গুরুত্ব না দেয়া
  • খুব বেশি মুভ করা- একবার স্যারদের কাছে পড়া আবার সিনিয়রদের কাছে প্রাইভেট পড়া
  • এক্সট্রা কনফিডেন্ট থাকা, প্রাউড থাকা
  • বেশি বেশি এক্সকিউজ দেয়া, প্রাউড থাকা
  • পড়াশুনা করতে গিয়ে কিপ্টামি করা- বই না কেনা, নোট্‌স না কেনা